মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যে রোববার চার্চের একদল লোককে নিয়ে যাবার সময় একটি বাস খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত এবং আহত হয়েছেন অপর ৩১ জন।
বিজ্ঞাপন
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেসামরিক নিরাপত্তা বিভাগের স্থানীয় এক কর্মকর্তা জানান, বাসটি গুয়াতেমালা সীমান্তের কাছে মোতোজিন্তলা অঞ্চলের কাছে ৯০মিটার গভীর একটি গিরিখাতে পড়ে যায়।
স্থানীয় পুলিশ জানায়, বাসটিতে সেভেনথ ডে অ্যাভেন্টিস্ট চার্চের সদস্যরা ছিল। এরা প্রশান্ত মহাসাগরীয় শহর পিজিজিয়াপানে কিছুদিন নির্জনবাসের পর ফিরে আসছিলেন।
বিজ্ঞাপন
গাড়িটিতে যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ফেডারেল হাইওয়ে পুলিশ জানিয়েছে। হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।
এপি/জেএইচ